About Tanshir Dokhinachal Project

দখিনাচল আপনার স্মৃতিগুলোকে বন্দিদশা থেকে মুক্ত করে দেয়ার প্রতিশু্রতি নিয়ে আসছে। আমরা আধুনিক শহর গড়ব প্রকৃতির সাথে একসাথে। ইতিমধ্যেই আমরা আমাদের উন্নত ব্যবস্থাপনা, কর্মদক্ষতা এবং অন্যান্য প্রকল্পে সাফল্যের জন্য অর্জন করেছি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ISO সনদ। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রকৃতির সমন্বয়ে দখিনাচল হবে আপনার বসবাস, ব্যবসা ও উন্নত জীবন যাপনের কাক্ষিত ঠিকানা। 'দখিনাচল' আপনাকে নিয়ে যেতে পারে আবার সেই প্রকৃতির কাছে, ঋতু বৈচিত্রের কাছে।
Facilities
যানযট মুক্ত নিরাপদ সড়ক ।* নিজস্ব বিল্ডিং কোড, পস্নট কোড, বস্নক কোড ও জোন কোডের ব্যবহার।
* সর্বাধুনিক নিরাপত্তার জন্য সি.সি টিভি ক্যামেরা ও ডিজিটাল সড়ক গতি নিয়ন্ত্রন ব্যবস্থা।
* সরকারী নীতি মালার অনুসরণ।
* নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট পস্নান্ট ও আধুনিক সুয়ারেজের ব্যবস্থা।
* নিজস্ব বিদু্যত পস্নান্ট এর ব্যবস্থা।
* এছাড়াও সু্কল , কলেজ , বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ, হাসপাতাল, শপিং সেন্টার, কমিউনিটি হল, মস্জিদ, মাদ্রাসা, ধমর্ীয় উপসনালয়, কবরস্থান , স্টেডিয়াম, কাঁচাবাজার, জিমনেশিয়াম , বাসষ্ট্যান্ড, লাইব্রেরী ইত্যাদি তো থাকছেই।